ভিডিও তৈরির এআই টুল আনল অ্যাডোবি

অ্যাডোবির ফায়ারফ্লাই ভিডিও মডেল এআই টুলঅ্যাডোবি

লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন টুল উন্মুক্ত করেছে অ্যাডোবি। ‘অ্যাডোবি ফায়ারফ্লাই ভিডিও মডেল’ নামের টুলটি কাজে লাগিয়ে যেকোনো ছবি ও বার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পছন্দের ভিডিও তৈরি করা যাবে। প্রাথমিকভাবে আগে থেকে নিবন্ধন করা ব্যক্তিরা টুলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

অ্যাডোবির তথ্যমতে, জেনারেটিভ এআই টুলটি ভিডিও তৈরির জন্য অ্যাডোবির তথ্যভান্ডার ও মেধাস্বত্বহীন ছবি বা আধেয় ব্যবহার করবে। এর ফলে ব্যবহারকারী ব্যক্তিরা সহজেই মেধাস্বত্বহীন আধেয় ব্যবহার করে পছন্দের ভিডিও তৈরি করতে পারবেন। শুধু তা-ই নয়, তৈরি করা ভিডিও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কোনো আইনগত বাধার সম্মুখীনও হতে হবে না। লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরির টুলটি ব্যবহার করে ভিডিওর অ্যাঙ্গেল, মোশন ও জুম নিয়ন্ত্রণ করা যাবে।

নতুন টুলটির বিষয়ে অ্যাডোবির ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান কারিগরি কর্মকর্তা এলি গ্রিনফিল্ড জানিয়েছেন, ভিডিও নির্মাতা ও সম্পাদনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজকে আরও সহজ করার জন্য টুলটি তৈরি করা হয়েছে। আর তাই ক্যামেরার অবস্থান, অ্যাঙ্গেল ও মোশনবিষয়ক বিভিন্ন কারিগরি দিক সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে টুলটিকে।

বাজার বিশ্লেষকদের মতে, ভিডিও তৈরির টুলটি উন্মুক্তের মাধ্যমে বাইটড্যান্স, ওপেনএআই ও মেটার সঙ্গে এআই প্রযুক্তি নিয়ে সরাসরি প্রতিযোগিতা শুরু করল অ্যাডোবি। কারণ, গত বছর ওপেনএআই লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরির মডেল ‘সোরা’ উন্মুক্ত করেছে। এ ছাড়া মেটা ও বাইটড্যান্স সম্প্রতি ভিডিও তৈরির এআই টুল আনার ঘোষণা দিয়েছে।
সূত্র: রয়টার্স, অ্যাডোবি ডটকম