হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবটের কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলা যাবে

হোয়াটসঅ্যাপপেক্সেলস

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর (এআই) টু ওয়ে ভয়েস চ্যাট–সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মেটা এআই চ্যাটবটের সঙ্গে নিজেদের পছন্দের কণ্ঠস্বরে কথোপকথন করতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলেই জনপ্রিয় বিভিন্ন ব্যক্তি বা তারকার কণ্ঠস্বরে উত্তর দেবে মেটা এআই চ্যাটবট। এর ফলে মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন স্বচ্ছন্দে করা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো।

ডব্লিউএবেটা ইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের মেটা এআই চ্যাটবটে ব্যবহারকারী নিজের কণ্ঠস্বর ব্যবহার করে প্রশ্ন করতে পারবেন। আর জনপ্রিয় ব্যক্তি বা তারকাদের কণ্ঠস্বরে প্রশ্নের উত্তর দেবে চ্যাটবট। কণ্ঠস্বর নির্বাচনের পাশাপাশি চাইলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চারণ ভঙ্গিও নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। শুরুতে এ সুবিধা শুধু ইংরেজিভাষীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। নতুন এ সুবিধা অনেকটা চ্যাটজিপিটির ভয়েস মোডের মতোই হবে।

গত এপ্রিল মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। বিনা মূল্যে ব্যবহারের উপযোগী চ্যাটবটটি দিয়ে বার্তা লেখার পাশাপাশি গুগল ও বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেটে থাকা যেকোনো তথ্য সম্পর্কে জানা যায়। দ্রুত কৃত্রিম ছবি তৈরিসহ চাইলে যেকোনো ছবিকে অ্যানিমেশন ও জিআইএফ ফরম্যাটে পরিবর্তন করা যায়। তবে মেটার তৈরি চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্যও খুঁজে পাওয়া যায়।

সূত্র: লাইভমিন্ট ডটকম