গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘সার্চজিপিটি’ আনছে ওপেনএআই

সার্চজিপিটি’র আদিরূপস্ক্রিনশট

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’তে ‘সার্চজিপিটি’ নামের এআই সার্চ সুবিধা যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য ‘সার্চজিপিটি’র আদিরূপ বা প্রোটোটাইপ পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এআই টুলটির মাধ্যমে গুগলের পরিবর্তে চ্যাটজিপিটি থেকেই অনলাইনে সব ধরনের হালনাগাদ তথ্য খুঁজে পাওয়া যাবে।

‘সার্চজিপিটি’ এআই টুলটি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সর্বশেষ তথ্যনির্ভর সার্চ ফলাফলের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট ও সহায়ক লিংকও প্রদর্শন করবে। শুধু তা-ই নয়, সার্চ ফলাফলের উল্লেখযোগ্য তথ্য সংক্ষেপে জানারও সুযোগ করে দেবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন

সার্চজিপিটিতে সার্চ ইঞ্জিনের আদলে একটি সার্চ বক্স রয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘হোয়াট আর ইউ লুকিং ফর?’ বক্সটিতে প্রশ্ন বা অনুসন্ধানের বিষয় লিখলেই অনলাইনে থাকা সর্বশেষ তথ্যনির্ভর ফলাফল জানা যাবে। সার্চ ফলাফলে থাকা তথ্য সহজে বোঝানোর জন্য ছবি বা ভিজ্যুয়াল ইফেক্টও ব্যবহার করবে সার্চজিপিটি।

গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ওপেনএআই সার্চ ইঞ্জিন চালু করতে পারে বলে দীর্ঘদিন ধরে গুজব ছিল প্রযুক্তিবিশ্বে। তবে গত মে মাসে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, ‘সার্চ ইঞ্জিন নয়, আমরা নতুন কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার ধারণা, সবাই এটি পছন্দ করবেন। এটা আমার কাছে ম্যাজিকের মতো।’

সূত্র: বিবিসি, দ্য ভার্জ

আরও পড়ুন