কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি চেনাতে স্ন্যাপচ্যাটের নতুন উদ্যোগ
স্ন্যাপচ্যাটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল ব্যবহার করে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি তৈরি করছেন অনেকেই। এ সমস্যা সমাধানে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল দিয়ে তৈরি ছবিতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করে দেবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে স্ন্যাপচ্যাটের অন্য ব্যবহারকারীরা বুঝতে পারবেন, ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
স্ন্যাপচ্যাটের তথ্যমতে, ড্রিমস ও স্ন্যাপ এআই টুল ব্যবহার করে ছবি তৈরি করলেই ছবিতে একটি স্বচ্ছ লোগো ও ইমোজির জলছাপ দেখা যাবে। ফোনের গ্যালারিতে ছবি সংরক্ষণ করা হলেও এসব জলছাপ দেখা যাবে। ফলে স্ন্যাপচ্যাটের পাশাপাশি অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করা হলেও সহজে চেনা যাবে।
এক ঘোষণায় স্ন্যাপচ্যাট জানিয়েছে, এআই টুল দিয়ে তৈরি ছবিতে থাকা জলছাপ মুছে ফেলা যাবে না। কেউ যদি সম্পাদনা করে ছবির জলছাপ মুছে ফেলেন, তবে তিনি স্ন্যাপচ্যাটের নীতিমালা লঙ্ঘন করবেন। ফলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্ন্যাপচ্যাট। তবে কীভাবে জলছাপ মুছে ফেলা ছবি শনাক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি অ্যাপটি।
গত বছর মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার ‘মাই এআই’ চ্যাটবট চালু করে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও চ্যাটবটটির গোপনীয়তা সুরক্ষা নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)।
সূত্র: টেক ক্রাঞ্চ