চ্যাটজিপিটির জন্য নতুন এআই মডেল আনল ওপেনএআই, যে সুবিধা পাওয়া যাবে

চ্যাটজিপিটির মডেল হালনাগাদ করেছে ওপেনএআইরয়টার্স

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। এবার চ্যাটবটটিকে কঠিন প্রশ্নের সঠিক তথ্য জানানোর সক্ষমতা যুক্ত করতে একাধিক নতুন এআই মডেল তৈরি করেছে ওপেনএআই। ‘স্ট্রবেরি’ সিরিজের আওতাধীন এআই মডেলগুলো দ্রুত জটিল সমস্যা সমাধানের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে।

ওপেনএআইয়ের তথ্যমতে, ও১ ও ও১ মিনি নামের মডেলগুলো জটিল কাজের জন্য তৈরি করা হয়েছে। আর তাই এআই মডেলগুলো আগের তুলনায় ভালোভাবে বিজ্ঞান, প্রোগ্রামের কোড ও গণিতের বিভিন্ন কাজ করতে পারে। প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশ্নও সমাধান করতে পারে।

ওপেনএআইয়ের গবেষক নোয়াম ব্রাউন বলেন, আমি সত্যিই উত্তেজিত। সাধারণ যুক্তির ওপর নির্ভর করে এআই মডেলকে আরও উন্নত করে নতুন মডেল তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পরীক্ষার প্রশ্নে ও১ মডেলটি ৮৩ শতাংশ স্কোর করেছে। যেখানে আগের মডেল জিপিটি-৪ও মাত্র ১৩ শতাংশ স্কোর করেছিল।
সূত্র: রয়টার্স