কৃত্রিম বুদ্ধিমত্তা `বিস্ময়কর প্রযুক্তি'

বিল গেটসরয়টার্স

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ‘বিস্ময়কর প্রযুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, মানুষকে জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা করার পাশাপাশি রোগ থেকেও বাঁচাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই প্রযুক্তি ভালো উদ্দেশ্যে ব্যবহার করা দরকার। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘ব্রেকথ্রু এনার্জি সামিট’–এ অংশ নিয়ে কথাগুলো বলেন তিনি।

সম্মেলনে বিল গেটস বলেন, ‘এআই দিয়ে অপরাধের চেয়ে প্রতিরক্ষাকে আরও স্মার্ট করতে হবে। সব পক্ষই প্রভাব বাড়াতে এআই ব্যবহার করবে। এআই ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে যে এআই বেশির ভাগ মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে। এআইয়ের মতো নতুন প্রযুক্তি বেশির ভাগ সময় শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানীরা কার্যকরভাবে ব্যবহার করেন। সাইবার হামলা বা রাজনৈতিক হস্তক্ষেপের মতো কাজে এআই ব্যবহারের সুযোগ আছে। তাই এআই ভালোভাবে ব্যবহার করতে হবে। এআই উন্নত স্বাস্থ্যসেবা প্রদান ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্যও ভালো শক্তি হিসেবে কাজ করবে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মডেল তৈরি করতেও সাহায্য করছে এআই।’

আরও পড়ুন

বর্তমানে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাইক্রোসফট থেকে অবসর নিলেও প্রতিষ্ঠানটির এসব উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিল গেটসের। বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞান ও উদ্ভাবন–সংক্রান্ত গবেষণার বিষয়েও নিয়মিত খোঁজখবর রাখেন বিল গেটস।

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন