আসছে এআই রোবট বিজ্ঞানী

মানুষের সাহায্য ছাড়াই বৈজ্ঞানিক গবেষণার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এআই রোবট বিজ্ঞানীপেক্সেলস

বর্তমানে রোবট মানুষের মতো চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। তবে নিজ ইচ্ছায় নয়, মানুষের নির্দেশমতোই কাজ করে থাকে রোবট। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এআই রোবট বিজ্ঞানী তৈরি করছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোভিত্তিক স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) টেটসুয়ান সায়েন্টিফিক। নিজেদের তৈরি এআই রোবট বিজ্ঞানী ভবিষ্যতে মানুষের সাহায্য ছাড়াই বৈজ্ঞানিক গবেষণার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

২০২৩ সালে প্রতিষ্ঠিত টেটসুয়ান সায়েন্টিফিক দেড় বছর ধরে এআই রোবট বিজ্ঞানী তৈরি করছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গবেষণাগারে রোবটটির মাধ্যমে বর্তমানে বিভিন্ন পরীক্ষা চালানো হলেও এটি এখনো নিজ থেকে বৈচিত্র্যপূর্ণ গবেষণার দক্ষতা অর্জন করেনি। রোবটকে নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী কাজ করানোর জন্য জটিল প্রোগ্রামিং কোডের প্রয়োজন হয়। তবে জেনারেটিভ এআই মডেল ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।

আরও পড়ুন

টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে টেটসুয়ান সায়েন্টিফিকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ান পনসে জানিয়েছেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে রোবটকে বৈজ্ঞানিক পরীক্ষার উদ্দেশ্য জানানো অনেক সহজ। প্রোগ্রামারদেরও জটিল কোড লেখার প্রয়োজনীয়তা কমে যাবে। রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন (আরএজি) কাঠামো ব্যবহার করে এআইয়ের ভুল অনুমানের পরিমাণও কমানো সম্ভব।

টেটসুয়ান সায়েন্টিফিকের তথ্যমতে, রোবট বিজ্ঞানীর গড়ন মানব আকৃতির রোবটের মতো হবে না। বর্গাকার আকৃতির এই রোবটে উন্নতমানের এআই সফটওয়্যার ও সেন্সর যুক্ত করা হয়েছে। এর ফলে মানুষের সাহায্য ছাড়াই বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে রোবটটি। রোবটটির মাধ্যমে মূলত বিভিন্ন গবেষণার প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করা সম্ভব হবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০