সুপারকম্পিউটারের শক্তি কেন বাড়াচ্ছেন ইলন মাস্ক
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির গেম স্টুডিও তৈরির ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়াতে আরও জোরালো অবস্থান তৈরি করতে এবার নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এক্সএআই’য়ে ব্যবহৃত কলোসাস নামের সুপারকম্পিউটারের শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছেন তিনি। বর্তমানে এক্সএআইয়ের তৈরি ‘গ্রোক’ চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে সুপার কম্পিউটারটি।
বর্তমানে কলোসাস সুপারকম্পিউটারে এক লাখ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) রয়েছে। নতুন পরিকল্পনার অংশ হিসেবে, সুপারকম্পিউটারটিতে আরও ৯ লাখ গ্রাফিকস প্রসেসিং ইউনিট যুক্ত করা হবে। এ জন্য এনভিডিয়ার কাছ থেকে জিপিইউ এবং ডেল ও সুপার মাইক্রোর কাছ থেকে সার্ভার সংগ্রহ করছে এক্সএআই।
কলোসাস সুপারকম্পিউটারের শক্তি বাড়ানোর মাধ্যমে ওপেনএআই ও মাইক্রোসফটকে চাপ প্রয়োগের পাশাপাশি এআই দুনিয়াতে আরও জোরালো অবস্থান তৈরি করতে চান ইলন মাস্ক। তবে ইলন মাস্কের ঘোষণার পরপরই উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। তাঁদের দাবি, সুপারকম্পিউটারের শক্তি বাড়ানো মানেই বেশি বিদ্যুৎ–শক্তির প্রয়োজন হবে, আর তখন পরিবেশের ওপরে বেশি চাপ তৈরি হবে।
সূত্র: রয়টার্স