গুগল ডকসে যুক্ত হলো এআই ইমেজ জেনারেটর, যে সুবিধা পাওয়া যাবে
গুগল ওয়ার্কস্পেসের বিভিন্ন টুলের মধ্যে গুগল ডকস অন্যতম। অনলাইনে সংরক্ষণ করা থাকায় খুব সহজেই যেকোনো স্থান থেকে গুগল ডকসে থাকা তথ্য ব্যবহার করা যায়। অনলাইনে সংরক্ষণ করা তথ্যকে আকর্ষণীয় করতে গুগল ডকসে থাকা বিভিন্ন ফাইলে ছবিও যুক্ত করেন অনেকে। তাই এবার গুগল ডকসে নিজেদের তৈরি জেমিনি ইমেজ জেনারেটর যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে গুগল ডকসে থাকা তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছবি তৈরি করে ফাইলে যুক্ত করা যাবে।
গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। সুবিধাটি ব্যবহারের জন্য গুগল ওয়ার্কস্পেসে জেমিনি বিজনেস, এন্টারপ্রাইজ, এডুকেশন, এডুকেশন প্রিমিয়াম বা গুগল ওয়ান এআই প্রিমিয়াম অ্যাড-অন যুক্ত করতে হবে। এটি মূলত ক্লিপ আর্ট তৈরির এআই টুল।
ডকসে এআই দিয়ে ক্লিপ আর্ট ছবি তৈরির জন্য প্রথমে ওপরে থাকা ইনসার্ট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ইমেজ নির্বাচন করে হেল্প মি ক্রিয়েট অ্যান ইমেজ মেনু নির্বাচন করতে হবে। এরপর একটি সাইডবার চালু হবে। এই সাইডবারে ব্যবহারকারী তাঁর প্রয়োজন অনুসারে ক্লিপ আর্ট তৈরির জন্য বর্ণনা লিখতে পারবেন। এ ছাড়া ফটোগ্রাফি বা স্কেচের মতো আর্টশৈলী বেছে নেওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী স্কয়ার, আড়াআড়ি বা লম্বাকৃতির ইমেজের বিন্যাস ঠিক করা যাবে। এ ছাড়া চাইলে কভার ইমেজও তৈরি করা যাবে।
সূত্র: দ্য ভার্জ