মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই প্রসেসর আনল এনভিডিয়া

নতুন প্রজন্মের এআই প্রসেসর উন্মুক্ত করেছে এনভিডিয়ারয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–প্রযুক্তি সাধারণত অ্যালগরিদম ও মেশিন লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভান্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে থাকে। ফলে এআইয়ের মাধ্যমে চাইলেও যুক্তিনির্ভর কোনো কাজ সঠিকভাবে করা যায় না। এ সমস্যার সমাধানে মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম নতুন প্রজন্মের এআই প্রসেসর উন্মুক্ত করেছে এনভিডিয়া। ব্ল্যাকওয়েল আলট্রা মডেলের এআই প্রসেসরটিতে উন্নত যুক্তিবোধ (রিজনিং) ক্ষমতা থাকায় এআই–প্রযুক্তি বর্তমানের তুলনায় আরও বাস্তবসম্মত উত্তর জানাতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার তথ্যমতে, নতুন ব্ল্যাকওয়েল আলট্রা মডেলের এআই প্রসেসরটিতে অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা যোগ করা হয়েছে, যা এআই মডেলকে আরও কার্যকরভাবে জটিল প্রশ্ন বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেবে। নতুন প্রসেসরটির মাধ্যমে যেকোনো প্রশ্ন বিশ্লেষণ করে ধাপে ধাপে চিন্তা করতে পারবে এআই। এর ফলে উন্নত যুক্তিবোধসম্পন্ন এআই মডেল তৈরিতে প্রসেসরটি ভূমিকা রাখবে। কয়েক মাসের মধ্যে প্রসেসরটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের তথ্যমতে, যুক্তিবোধসম্পন্ন চিন্তার ক্ষমতা থাকলে এআই সিস্টেমগুলো আরও জটিল প্রশ্নের অভিনব ও কার্যকর উত্তর দিতে পারবে। এর ফলে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিস্তারিত ও কার্যকর উত্তর দিতে পারবে এআই।

আরও পড়ুন

মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই–প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার জিন মুনস্টার বলেন, যেকোনো কাজ সম্পাদনের সময় যদি এআই যুক্তিবোধসম্পন্ন সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এটি আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে, ভবিষ্যতে এআই–প্রযুক্তির গ্রহণযোগ্যতা ও ব্যবহার বহুগুণ বাড়বে।
সূত্র: সিএনএন