হোয়াটসঅ্যাপে ছবি সম্পাদনার নতুন যে সুবিধা আসছে

মেটার এআই চ্যাটবট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করা যাবে হোয়াটসঅ্যাপেডব্লিউএবেটাইনফো

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপে নিয়মিত বার্তা ও ছবি আদান-প্রদান করেন। তবে ব্যস্ততার কারণে চাইলেও ফোন বা কম্পিউটারে সংরক্ষণ করা ছবি সম্পাদনা করে অন্যদের পাঠানো যায় না। ফলে মাঝেমধ্যে বেশ বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে মেটার এআই চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে অন্যদের পাঠানো যাবে। শুধু তাই নয়, অন্য কেউ ছবি পাঠালে তাকে স্বয়ংক্রিয়ভাবে বার্তাও পাঠাবে চ্যাটবটটি। হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে মেটা এআই চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনার সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। এ জন্য হোয়াটসঅ্যাপের ‘২.২৪.১৪.২০’ বেটা সংস্করণে নতুন সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। এ সুবিধা চালু হলে ছবি পরিবর্তনের নির্দেশনা দিলেই সে অনুযায়ী ছবি সম্পাদনা করে দেবে মেটা এআই।

আরও পড়ুন

গত এপ্রিল মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। তবে মেটার তৈরি চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি। লার্জ ল্যাংগুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটা এআই চ্যাটবট বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য খুঁজে দিতে পারে। এতে মানুষের সঙ্গে কথোপকথনের আদলেই চ্যাটবটটির সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন