২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণেও ব্যবহার করা যাবে জেমিনি চ্যাটবট

জেমিনি চ্যাটবটগুগল

গত বছরের ডিসেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘জেমিনি’ চালু করে গুগল। এত দিন অ্যান্ড্রয়েড ১২ থেকে পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা গেলেও এবার পুরোনো সংস্করণের স্মার্টফোনে জেমিনি চ্যাটবট ব্যবহার করা যাবে। পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এ সুযোগ দিতে সম্প্রতি জেমিনি চ্যাটবটের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।

জেমিনি এআইয়ের ভি১.০.৬২৬৭২০০৪২ নামের নতুন সংস্করণটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১০ ও ১১ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি গুগল। ফলে গুগলের সহায়তা পেজে এখনো জেমিনি এআই অ্যাপ ব্যবহারে শর্ত হিসেবে অ্যান্ড্রয়েড ১২ থেকে পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, জেমিনি চ্যাটবট উন্মুক্তের পরপরই নিজেদের তৈরি অপর এআই চ্যাটবট ‘বার্ড’কে জেমিনির সঙ্গে একীভূত করেছে গুগল। ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপও রয়েছে জেমিনি চ্যাটবটের। প্রো ১-ভিত্তিক এআই মডেলের জেমিনি অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা গেলেও বড় আকারের কাজের জন্য রয়েছে ‘জেমিনি অ্যাডভান্সড’ সংস্করণ। প্রতি মাসে ২০ মার্কিন ডলারের বিনিময়ে সহজেই ব্যবহার করা যায় সংস্করণটি।

সূত্র: ইন্ডিয়া টুডে