ছবি থেকে ছবি তৈরি করে দেবে গুগলের এআই টুল ‘হুইস্ক’
বিষয়বস্তু লিখে দিলেই সে অনুযায়ী ছবি বা ছবির আবহ তৈরি করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুলগুলো। কিন্তু বিষয়বস্তু ভালোভাবে লিখতে না পারার কারণে এআই টুলের মাধ্যমে তৈরি সব ছবি পছন্দ হয় না অনেকের। এ সমস্যা সমাধানে ছবি থেকে ছবি তৈরির জন্য ‘হুইস্ক’ নামে এআই টুল তৈরি করেছে গুগল। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই পছন্দের ছবির আদলে নতুন ছবি তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ছবি তৈরির প্রক্রিয়া আরও সহজ ও সৃজনশীল করবে হুইস্ক। টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের কাঙ্ক্ষিত ছবির বিষয়বস্তু, দৃশ্য ও আবহ তৈরির জন্য তিনটি আলাদা ছবি ব্যবহার করতে পারবেন। এরপর ছবিগুলোর তথ্য একত্র করে স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি তৈরি করে দেবে টুলটি।
গুগলের তথ্যমতে, জেমিনি এআই মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে হুইস্ক। ফলে টুলটি সহজেই জেমিনির কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত নতুন ছবি তৈরি করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে হুইস্কের তৈরি করা বিষয়বস্তুর বর্ণনা পরিবর্তন বা সম্পাদনা করতে পারবেন। ফলে সহজেই নিজেদের পছন্দমতো কৃত্রিম ছবি তৈরি করা যাবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যক্তিদের জন্য হুইস্ক টুলটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। ব্যবহারকারীদের মতামত পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় মানোন্নয়ন করে শিগগিরই টুলটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া