স্ন্যাপচ্যাটের লেন্স ফেস্টে অংশ নেওয়ার সুযোগ

স্ন্যাপচ্যাটের লেন্স ফেস্টে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নেওয়া যাবেস্ন্যাপচ্যাট

আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনলাইনে স্ন্যাপ পার্টনার সামিট ও লেন্স ফেস্টের আয়োজন করছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। ভার্চ্যুয়াল এ আয়োজনে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে স্ন্যাপচ্যাটের ডেভেলপার, স্ন্যাপ নির্মাতাদের পাশাপাশি যে কেউ অংশ নিতে পারবেন। লেন্স ফেস্টে অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক (এআর) লেন্স নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু নতুন এআর লেন্স প্রদর্শন করা হবে বলে জানিয়েছে স্ন্যাপচ্যাট।

কয়েক বছর ধরেই এআর প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করছে স্ন্যাপচ্যাট। শুধু তা–ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মিউজিক থেকে শুরু করে গ্রাফিক্যাল বিভিন্ন কনটেন্ট তৈরির ওপরও জোর দিচ্ছে অ্যাপটি। ভার্চ্যুয়াল এ উৎসবে সারা বিশ্বের এআর লেন্স নির্মাতারা নিজেদের তৈরি বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করবেন। ফলে হালনাগাদ এআর প্রযুক্তির বিভিন্ন সৃজনশীল কাজের অভিজ্ঞতা নেওয়া যাবে। এই ওয়েব ঠিকানায় নিবন্ধন করে স্ন্যাপচ্যাটের লেন্স ফেস্টে অংশ নেওয়া যাবে।