মাইক্রোসফটের নতুন এআই সুবিধা নিয়ে উদ্বেগে ব্যবহারকারীরা, কেন
মাইক্রোসফট ৩৬৫ অ্যাপে ‘কানেক্টেড এক্সপেরিয়েন্সেস’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা চালু করেছে মাইক্রোসফট। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে কাজের পরামর্শ দিতে দিতে পারে। মাইক্রোসফটের তথ্যমতে, সুবিধাটি ডিফল্টভাবে যুক্ত করা হয়েছে, অর্থাৎ সব ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। আর তাই সুবিধাটি চালুর পর মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মাইক্রোসফটের তথ্যমতে, মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ফাইলে থাকা বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে ব্যাকরণ ও ভাষাগত ভুল সংশোধনের পরামর্শ দিতে পারে কানেক্টেড এক্সপেরিয়েন্সেস। পাশাপাশি ব্যবহারকারীদের সার্চ ইতিহাস, অ্যাপ ব্যবহারের ধরন এবং অবস্থানের তথ্য বিশ্লেষণ করে প্রাসঙ্গিক লিংকও সরবরাহ করে থাকে। এর ফলে কানেক্টেড এক্সপেরিয়েন্সেস সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন কাজ করতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহারকারী নতুন এআই সুবিধা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন। তাঁদের মতে, মাইক্রোসফট তাদের অনুমতি ছাড়াই কানেক্টেড এক্সপেরিয়েন্সেস এআই সুবিধার জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এসব তথ্য মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মডেলের প্রশিক্ষণে ব্যবহারও করা হচ্ছে। তবে মাইক্রোসফট এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। মাইক্রোসফটের শর্ত অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেদের কনটেন্ট বা আধেয় ব্যবহারের জন্য আগেই মাইক্রোসফটকে আইনি অধিকার দিয়ে রাখেন। এই শর্ত সম্পর্কে অনেকেই অবগত নন।
এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও দ্রুত এবং সহজে কাজ করার সুযোগ দিতেই কানেক্টেড এক্সপেরিয়েন্সেস সুবিধাটি চালু করা হয়েছে। সুবিধাটির কার্যকারিতা নিশ্চিত করতে ব্যবহারকারীদের কিছু তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে পর্যালোচনা করা হয়। তবে সংগ্রহ করা তথ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রশিক্ষণে সরাসরি ব্যবহার করা হয় না।
সূত্র: ডেইলি মেইল