এআই মডেলের প্রশিক্ষণে ফেসবুক–ইনস্টাগ্রামের ব্রিটিশ ব্যবহারকারীদের পোস্ট ব্যবহার করবে মেটা
যুক্তরাজ্যের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পাবলিক পোস্টের তথ্য কাজে লাগিয়ে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলকে প্রশিক্ষণ দেবে মেটা। এ বিষয়ে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষার নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফরমেশন কমিশনার অফিসের (আইসিও) সঙ্গে আলোচনাও শুরু করেছে মেটা। শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগের কারণে এখন পর্যন্ত যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর উপযোগী এআই টুল চালু করতে পারেনি মেটা। তবে মেটার তথ্যমতে, ‘যুক্তরাজ্যে এআই টুল চালুর বিষয়ে আইসিওর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আইনগত বিষয় মেনে চলার জন্য আইসিওর নির্দেশিকাকে আমরা স্বাগত জানাই। এটি আমাদের এআই টুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আইনি ভিত্তি হতে পারে।’
মেটার তথ্যমতে, এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা এবং ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টের কোনো তথ্য ব্যবহার করা হবে না। শুধু প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পাবলিক পোস্ট, মতামত, ছবি ও ক্যাপশনে থাকা তথ্য ব্যবহার করা হবে। এগুলোকে পাবলিক তথ্য হিসেবে বিবেচনা করা হয়। ব্যবহারকারীর তথ্য সংগ্রহের আগে তাঁকে বার্তা পাঠিয়ে জানিয়েও দেওয়া হবে। তবে ব্যবহারকারীরা চাইলে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।
ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পোস্ট দিয়ে মেটার এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আইসিওর রেগুলেটরি রিস্ক বিভাগের পরিচালক স্টিফেন অ্যামন্ড বলেন, ‘আমরা তথ্য ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা দেখতে চাই। ব্যবহারকারীর তথ্য এআইকে প্রশিক্ষণ দিতে কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টি সুস্পষ্ট হতে হবে। ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দেওয়ার আগে প্রতিষ্ঠানের সুরক্ষাব্যবস্থাও চালু করতে হবে।’
সূত্র: দ্য হ্যাকার নিউজ