চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইকে লাভজনক করতে নতুন পরিকল্পনা

ওপেনএআইছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওপেনএআই তাদের তৈরি চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই পণ্যে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে। আগামী বছরের মধ্যে নিজেদের লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতেই এ পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রায়ার বলেছেন, ‘কোথায় ও কখন বিজ্ঞাপন প্রয়োগ করব, তা নিয়ে আমরা যথেষ্ট সচেতন। তবে আমাদের লক্ষ্য, বিজ্ঞাপন যুক্ত করার আগে বিষয়টি সঠিকভাবে বিবেচনা করা।’

জানা গেছে, ওপেনএআই ইতিমধ্যেই বিজ্ঞাপনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি টিম গঠন করেছে। এই দলে গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান শিবকুমার ভেঙ্কটারমনও রয়েছেন। এ বিষয়ে সারাহ ফ্রায়ার বলেন, ‘আমাদের বর্তমান ব্যবসায়িক মডেল দ্রুতগতিতে বিকশিত হচ্ছে এবং আমরা এখানেই বড় সম্ভাবনা দেখছি। ভবিষ্যতে নতুন আয়ের উৎস নিয়ে চিন্তাভাবনা করা হতে পারে, তবে এখনই বিজ্ঞাপন চালুর কোনো সক্রিয় পরিকল্পনা নেই।’

বর্তমানে ওপেনএআইয়ের আয়ের প্রধান উৎস হলো এপিআই ফি। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি বা জিপিটি-৪–এর মতো মডেল ব্যবহার করে নিজেদের এআই পণ্য তৈরি করতে এই ফি প্রদান করতে হয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ডেভেলপারদের। বাজার বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে এআই প্রযুক্তির বাজারে ওপেনএআইয়ের বিজ্ঞাপন মডেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস