ক্রোমের ডেস্কটপ সংস্করণে যুক্ত হচ্ছে জেমিনি লাইভ, যেসব সুবিধা পাওয়া যাবে

ক্রোম ব্রাউজাররয়টার্স

ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘জেমিনি লাইভ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে ইন্টারনেট ব্যবহারের সময় মানুষের সঙ্গে আলোচনার আদলে জেমিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথন করা যাবে। শুধু তা–ই নয়, চাইলে জেমিনি লাইভের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানা যাবে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে জেমিনি লাইভ সুবিধার একটি ফ্ল্যাগ দেখা গেছে। ফ্ল্যাগটি ‘জিএলআইসি’ কোড নামে সংরক্ষণ করা রয়েছে, যা ‘জেমিনি লাইভ ইন ক্রোম’–এর সংক্ষিপ্ত রূপ বলে ধারণা করা হচ্ছে। কোডটি সক্রিয় করার পর ব্রাউজারের ট্যাবে একটি বিশেষ চিহ্ন দেখা গেছে। এটি ব্যবহারের জন্য মাইক্রোফোন এবং অবস্থানের তথ্যের অনুমতি প্রয়োজন হয়। আর তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে জেমিনি লাইভ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল।

জেমিনি লাইভ সুবিধার বিশেষত্ব হলো, একবার কোনো বিষয়ে প্রশ্ন করার পর পরবর্তীতে আগের প্রসঙ্গ উল্লেখ না করেও সহায়ক বিভিন্ন প্রশ্ন করা যায়। শুধু তা–ই নয়, চাইলে নিজেদের পছন্দমতো ১০টি ভিন্ন কণ্ঠস্বরে উত্তর জানার সুযোগও মিলে থাকে। আর তাই ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে জেমিনি লাইভ সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, জেমিনি লাইভ সুবিধা গত মে মাসে গুগল আই/ও সম্মেলনে ঘোষণা দেয় গুগল। এরপর গত সেপ্টেম্বর মাসে অ্যান্ড্রয়েড এবং গত মাসে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য জেমিনি লাইভ সুবিধা উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু জেমিনি অ্যাডভান্সড ব্যবহারকারীরা পরখ করতে পারছেন।

সূত্র: গ্যাজেটস ৩৬০