হোয়াটসঅ্যাপে ছবি সম্পাদনার পাশাপাশি বিভিন্ন কণ্ঠস্বরে উত্তর দেবে এআই চ্যাটবট

স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনার পাশাপাশি মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপেহোয়াটসঅ্যাপ

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তার পাশাপাশি ছবি আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু স্মার্টফোনে তোলা ছবি ঠিকমতো সম্পাদনা করতে না পারলে ভালো মানের ছবি পরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো যায় না। এ সমস্যা সমাধানে ‘মেটা এআই’ চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনার সুযোগ চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ‘এডিট মাই ফটো’ নামের নতুন এ সুবিধা ব্যবহার করে মুখের কথায় ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলার পাশাপাশি পটভূমি ও ছবির রং পরিবর্তন করা যাবে।

স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনার পাশাপাশি মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথাও বলা যাবে হোয়াটসঅ্যাপে। ‘টক টু মি’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মেটা এআই চ্যাটবটের সঙ্গে নিজেদের পছন্দের কণ্ঠস্বরে সরাসরি কথোপকথন করতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলেই জনপ্রিয় বিভিন্ন ব্যক্তি বা তারকার কণ্ঠস্বরে তাৎক্ষণিকভাবে উত্তর দেবে মেটা এআই চ্যাটবট।

চ্যাটজিপিটির ভয়েস মোডের আদলে তৈরি এ সুবিধা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে মেটা এআই চ্যাটবট চালু করে ‘ওয়েভফর্ম’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর প্রশ্ন করলেই বিভিন্ন জনপ্রিয় ব্যক্তির কণ্ঠে উত্তর দেবে চ্যাটবটটি। দুটি সুবিধাই পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন

গত এপ্রিল মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। তবে মেটার তৈরি চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি। লার্জ ল্যাংগুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়।

সূত্র: লাইভমিন্ট

আরও পড়ুন