করোনার সম্ভাব্য ভ্যাকসিনের জন্য মডার্নার সঙ্গে চুক্তি ইসরায়েলের
করোনার সম্ভাব্য ভ্যাকসিন কেনার জন্য যুক্তরাষ্ট্রের মডার্না ইনকরপোরেশনের সঙ্গে আগাম চুক্তি করছে ইসরায়েল। গতকাল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তির বিষয়টি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কেমব্রিজ ভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান গত সপ্তাহে ৩০ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে। জুলাই মাসে মডার্নার শেষ ধাপের পরীক্ষা শুরু হবে।
মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগিতা শুরু করেছে। মডার্নার ভ্যাকসিন তার মধ্যে অন্যতম। কোভিড-১৯ এর জন্য বর্তমানে অনুমোদিত কোনও চিকিত্সা বা ভ্যাকসিন নেই।
নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়ের মডার্নার সঙ্গে একটি ব্যবস্থাপনার বিষয়ে চুক্তি করেছে। যার মাধ্যমে ভ্যাকসিন কেনা যাবে।’
নেতানিয়াহুর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ‘মডার্না তাদের ভ্যাকসিন উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তারা দাবি করছে, আগামী বছরের মাঝামাঝি সময় তারা ভ্যাকসিন প্রস্তুত করতে পারবে। আশা করি তারা সফল হবে।’
নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চের মাধ্যমে ইসরায়েল তাদের নিজস্ব ভ্যাকসিন তৈরির প্রচেষ্টাও চালিয়ে যাবে।
৯০ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলে ১৯ হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৩০৩ জন মারা গেছেন। গত মাসে দেশটিতে স্কুল, রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর সংক্রমণের হার বেড়ে গেছে।
অন্য দেশের মধ্যে ফ্রান্স, জার্মানি ও ইতালি ব্রিটিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ভ্যাকসিনের জন্য চুক্তি করেছে।