২০ কোটি ব্যবহারকারীকে ফেসবুক ছাড়ার সুবিধা দেওয়া হচ্ছে
করোনাভাইরাস মহামারির এ সময়ে ফেসবুকের ব্যাপক ব্যবহার বেড়েছে। তবে যেসব মার্কিন বা কানাডীয় নাগরিক ফেসবুক ছাড়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য তল্পিতল্পা গুটিয়ে সহজে ফেসবুক ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছে।
ফোর্বস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের মিডিয়াতে বাঁধন হালকা করে দিচ্ছে।
আয়ারল্যান্ডে পরীক্ষা চালানোর পর ফেসবুক তাদের ডেটা ট্রান্সফার প্রজেক্ট (ডিটিপি) টুলটি যুক্তরাষ্ট্র ও কানাডার ২০ কোটি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। ডিটিপি টুলটি ব্যবহারকারীদের বর্তমানে ফেসবুকে সংরক্ষণ করা সমস্ত ছবি এবং ভিডিও সরাসরি গুগল ফটোতে স্থানান্তর করতে দেয়। এর অর্থ, পৃথক আইটেমগুলি সংরক্ষণ করার জন্য একের পর এক ডাউনলোড করার দরকার নেই।
ধারণা করা হচ্ছে, এই মূল্যবান স্মৃতিগুলো সুরক্ষিতভাবে ফেসবুকের সার্ভার থেকে দূরে সরিয়ে রাখার সঙ্গে সঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের আর অ্যাকাউন্টে আটকে রাখতে পারবে না। গুগলে তথ্য সরিয়ে নেওয়ার জন্য বিশেষ পেজ ডিজাইনও করেছে ফেসবুক। ফেসবুকের ডিটিপি পেজ থেকে সহজে ছবি ও ভিডিও করা যাবে। অবশ্য এজন্য গুগলে ভেরিফিকেশন লাগবে।
ধারণা করা হচ্ছে, ডিটিপি সেবাটি অন্য দেশেও শিগগিরই চালু করতে পারে ফেসবুক।