২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অ্যাডোবের যে টুল এখনই ব্যবহার বন্ধ করবেন

অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার। ছবি: অ্যাডোবের সৌজন্যে
অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার। ছবি: অ্যাডোবের সৌজন্যে

অ্যাডোব অ্যাক্রোব্যাট ২০১৬ ও অ্যাডোব রিডার ২০১৫ টুল এখনো অনেকেই ব্যবহার করেন। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব ঘোষণা দিয়েছে তারা এ দুটি টুল থেকে সমর্থন তুলে নিচ্ছে। আগামী বছরের ৭ এপ্রিলের পর আর অ্যাডোবের এ দুটি টুলে কোনো নিরাপত্তা প্রোগ্রাম ছাড়বে না তারা। ফলে এ সফটওয়্যার বা টুলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সাইবার দুর্বৃত্তরা এসব টুল কাজে লাগিয়ে ব্যবহারকারীকে বিপদে ফেলতে পারে।

অ্যাডোব কর্তৃপক্ষ সতর্ক করেছে, যারা অ্যাডোব রিডার ২০১৫ ও অ্যাক্রোব্যাট ২০১৫ সংস্করণ ব্যবহার করছেন, তাঁদের দ্রুত অন্য কোনো প্রোডাকটিভিটি টুল ব্যবহার শুরু করতে হবে। এতে কোনো কারিগরি ও নিরাপত্তা সমর্থন থাকছে না। ব্যবহারকারীকে অ্যাডোব অ্যাক্রোব্যাট ডিসি ও রিডার ডিসি সংস্করণ হালনাগাদ করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে নতুন নতুন অপারেটিং সিস্টেম সমর্থনসহ নিরাপত্তা হালনাগাদ সুবিধা পাওয়া যাবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডোবের নিরাপত্তা না পেলে তাঁদের টুলগুলো বিপজ্জনক হয়ে উঠবে। দূর থেকে এসব টুল কাজে লাগিয়ে ক্ষতিকর প্রোগ্রাম ডিভাইসে ইনস্টল করতে পারবে সাইবার দুর্বৃত্তরা। এতে তথ্য চুরিসহ নানা অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়তে হতে পারে।