গুগলকে পেছনে ফেলবে আমাজন
অনলাইন সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে এগিয়ে রয়েছে গুগল। পরের স্থানে আমাজন। তবে আগামী কয়েক বছরের মধ্যে গুগলকে হারিয়ে আমাজন সে স্থান দখল করবে—এমন পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটার।
বাজার গবেষক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে অনলাইন বিজ্ঞাপনের বাজার ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে প্রায় ৫৫ হাজার ১৭ কোটি ডলার। এর মধ্যে গুগলের একার আয় প্রায় ৪০ হাজার ৩০ কোটি ডলার। এদিকে গত বছরের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে চলতি বছরে প্রায় ৭৯০ কোটি ডলার আয় করবে আমাজন। ২০২১ সালের মধ্যে আমাজনের বাজার শেয়ার হবে ১৫ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে গুগলের ভাগ কিছুটা কমে ৭০ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে ই-মার্কেটার।
গত বছরেই যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটকে টপকে দ্বিতীয় সেরা হয়ে ওঠে আমাজন। গুগল-আমাজনের পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মাইক্রোসফট, ভেরিজন মিডিয়া এবং ইয়েল্প।
চলতি বছরগুলোতে আমাজনের বিজ্ঞাপন বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। সে জন্য অনেক পদক্ষেপ নিয়েছে আমাজন। গত বছরের মে মাসে ‘আমাজন অ্যাডভারটাইজিং’ হিসেবে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কার্যক্রম চালু করা হয়। পরে একটি সার্ভার ও ডিসপ্লে অ্যাড প্রযুক্তি কেনে প্রতিষ্ঠানটি। সূত্র: সিএনবিসি