জমে উঠেছে ডিজিটাল আইসিটি মেলা
ক্রেতাদের সমাগমে জমে উঠেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) চলমান ডিজিটাল আইসিটি মেলা। আজ শনিবার মেলার তৃতীয় দিনে চারটি বিভাগে প্রায় সাড়ে ৩০০ শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক ও প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ডিন আবুল বারক আলভী ও অধ্যাপক শিশির ভট্টাচার্য।
মেলার আহ্বায়ক তৌফিক এহেসান জানান, শিশু-কিশোরদের নিয়ে আয়োজন ছাড়াও সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় রয়েছে মেলায়।
গত বৃহস্পতিবার শুরু হয়েছে ৫ দিনের এ মেলা। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছেন। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।