বাজারে নতুন স্মার্টফোন
জেড এইট মডেলের নতুন স্মার্টফোন বাজারে এনেছে সিম্ফনি। রাজধানীতে অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব মেলার দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের বিপণন পরিচালক আশরাফুল হক, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক এম এ হানিফ, উপমহাব্যবস্থাপক (বিপণন) আসাদুজ্জামান সহ অনেকে।
জেড এইট স্মার্টফোনটির সামনে ৮ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৫ ইঞ্চি পর্দা, অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো অপারেটিং সিস্টেম, আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি, ১.৪ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টাকোর প্রসেসর, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি ও ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ। ধাতব কাঠামোর জেড এইট পাওয়া যাবে গোল্ড ও গ্রে ব্ল্যাক রঙে। দাম ১৩ হাজার ৯৯০ টাকা। সঙ্গে উপহার হিসেবে থাকছে পাওয়ার ব্যাংক।
বিজ্ঞপ্তি