আইওটি পণ্য নিয়ে বাংলা ট্রাক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলমান বেসিস সফটএক্সপো-২০১৯ আয়োজনে নিজস্ব সফটওয়্যার, আইওটি অ্যাপ্লিকেশনস ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে বাংলা ট্রাক গ্রুপ। সেখানে বিভিন্ন ধরনের মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন, আইওটি পণ্য এবং বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। ১৯ মার্চ শুরু হওয়া মেলা শেষ হচ্ছে আজ ২১ মার্চ।
বাংলা ট্রাক গ্রুপ দীর্ঘদিন ধরে জ্বালানি, অবকাঠামো নির্মাণ, টেলিকমিউনিকেশনস ও তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী প্রতিষ্ঠান।
মেলায় অংশগ্রহণকারীরা বাংলা ট্রাকের স্টলে লাইভ ডেমো দেখে বাংলা ট্রাক গ্রুপের পণ্যগুলোর বিষয়ে ধারণা নিতে পারছেন। তাদের পণ্য ও সেবার মধ্যে রয়েছে অ্যাসেট মনিটরিং সিস্টেম, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম (এইচআরআইএস), পে-ট্রাক, ইন-ট্রাক, ওয়ার্কোপোলো, রিমোট ইঞ্জিন মনিটরিং, ওয়ার্কশপ ম্যানেজমেন্ট সিস্টেম, সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, প্রি-পেইড ক্যারিয়ার মনিটরিং সেন্টার, ট্রাফিক মনিটরিং এবং রেভিনিউ অ্যাসুয়ারেন্স সিস্টেম।
বাংলা ট্রাক গ্রুপের গ্রুপপ্রধান নির্বাহী কর্মকর্তা এম জাহাঙ্গীর আলম বলেন, বেসিস সফটএক্সপোতে বাংলাদেশের আইটি ও আটিইএস পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।