ফটোগ্রাফি অনেকেরই শখের বিষয়। তবে এখন অনেকেই শুধু শখের বসে নয়, কাজ করছেন পেশাদার ফটোগ্রাফার হিসেবে। এ জন্য দরকার একটি ডিএসএলআর ক্যামেরা। অনেকের স্বপ্ন থাকে একটি ভালো ক্যামেরা কেনার। ক্যামেরা কেনার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ। শুরুর দিকে অনেকেই বাজেটস্বল্পতার কারণে পছন্দের ক্যামেরাটি কিনতে পারেন না। তাই বাজেটের সঙ্গে মিলিয়ে ভালো ছবি তোলা যায় এমন ক্যামেরাই নতুন ফটোগ্রাফারদের পছন্দ। এবার থাকছে ডিএসএলআর ক্যামেরার খোঁজখবর।
নিকন
মডেল: ডি৭২০০
দাম: ৬৩ হাজার টাকা
ক্যানন
মডেল: ইওএস ৭০০ডি
দাম: ৩৭ হাজার ২৮০ টাকা
সনি
মডেল: এইচএক্স৪০০ভি
দাম: ৪১ হাজার ৫৮০ টাকা
ক্যানন
মডেল: ইওএস ৮০০ডি
দাম: ৬০ হাজার টাকা
ক্যানন
মডেল: ইওএস ৬ডি
দাম: ১ লাখ ৩৫ হাজার টাকা
নিকন
মডেল: ডি৫৩০০
দাম: ৩৫ হাজার ১৮০ টাকা
ক্যানন
মডেল: ইওএস ৭০ডি
দাম: ৮৮ হাজার টাকা
নিকন (১৮–১৪০ মিমি লেন্সসহ)
মডেল: ডি৫৩০০
দাম: ৫৮ হাজার ৪৯০ টাকা
সনি
মডেল: এইচ৪০০
দাম: ৩১ হাজার ৭১০ টাকা
ক্যানন
মডেল: ইওএস ৬ডি মার্ক টু
দাম: ১ লাখ ৫৫ হাজার টাকা