বৃহস্পতিবার থেকে ঢাকায় স্মার্টফোন ও ট্যাব মেলা
বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা হবে। এক্সপো মেকারের ১১তম এই আয়োজন সামনে রেখে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, ‘মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ছাড় ও উপহার দেবে। আমরা প্রতিবারের মতো এবারও মেলার টিকিট থেকে আয়ের অর্থ দুস্থদের সহায়তায় ব্যয় করব।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারসহ স্মার্ট যন্ত্র থাকবে। সেখানে যাচাই-বাছাই করে কেনা বা দেখার সুযোগ থাকবে। বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করাও হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাকসেসরিজও।
এবারের মেলায় হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের বিপণন পরিচালক ইগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব বিজনেস মুয়ীদুর রহমান, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শ্যামল সাহা, ভিভো বাংলাদেশের সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক তানজীব আহমেদ এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক সামীর কুমার দাস।
মেলার প্লাটিনাম স্পনসর হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পনসর ভিভো ও উই। সিলভার স্পনসর গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পনসর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ-বিষয়ক সংবাদ পোর্টাল টেকশহর ডটকম এবং সহযোগী এডুমেকার।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।