ডক্টরোলা ব্যবহারকারী বাড়ছে
গত বছরে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বিশ্বের কয়েকটি সম্ভাবনাময় উদ্যোগের (স্টার্টআপ) তালিকায় স্থান পেয়েছিল বাংলাদেশের ডক্টরোলা। ২০১৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজটি করে দেয়। ডক্টরোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে অনলাইনে সেবা নেওয়ার হার বাড়ছে। চালু হওয়ার পর থেকে ১ লাখ ২০ হাজার মানুষ এখান থেকে সেবা নিয়েছেন। এর মধ্যে শহরের পাশাপাশি গ্রামের মানুষও আছেন।
ডক্টোরোলার প্রধান নির্বাহী মো. আব্দুল মতিন জানান, ডক্টরোলায় ৮ হাজারেরও বেশি স্বীকৃত ডাক্তার রয়েছে। ঘরে বসেই তাদের সঙ্গে দেখা করার সময় চাওয়া যায়। ১৬৪৮৪ এ কল করে রোগের উপসর্গ বললে ডক্টরোলার সহকারী রোগীকে তার প্রয়োজনীয় চিকিৎসকের সাক্ষাতের ব্যবস্থা দেন। লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেও সেবা পাওয়া যায়।