কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপের বার্তা ও ছবি লুকিয়ে রাখা যাবে

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে ‘চ্যাট লক’ নিরাপত্তা সুবিধা ব্যবহার করা হবেরয়টার্স

ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ বার্তা, ছবি ও ভিডিও নিরাপদে রাখতে গত বছরের মে মাসে ‘চ্যাট লক’ নামের নিরাপত্তা সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা সব তথ্য লক করে রাখার পাশাপাশি সেগুলো আলাদা ‘চ্যাট লকস’ ফোল্ডারে জমা রাখতে পারেন। ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ সেই বার্তাগুলো দেখতে পারেন না। বর্তমানে সুবিধাটি শুধু আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যায়। এবার এ সুবিধা কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা আরও শক্তিশালী করতে চ্যাট লক সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে এ সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে অ্যাপটি। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণের ‘সাইড বার’-এ তালার মতো ‘প্যাডলক’ আইকন যুক্ত করা হবে। আইকনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখা যাবে। শিগগিরই এ সুবিধা চালু করা হতে পারে।

আরও পড়ুন

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে লক করা বার্তা, ছবি বা ভিডিও দেখার জন্য ব্যবহারকারীদের আঙুলের ছাপ প্রয়োজন হয়। ফলে ব্যবহারকারীর অজান্তে অন্য কেউ ফোন ব্যবহার করলেও লক করা পোস্টের তথ্য বা ছবি দেখতে পারেন না। আর তাই ফোন হারিয়ে গেলেও হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদ থাকে।  

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন