কম্পিউটারেও `সার্কেল টু সার্চ' সুবিধা আনছে গুগল

স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারের জন্যও ‘সার্কেল টু সার্চ’ সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছে গুগলরয়টার্স

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারের জন্যও ‘সার্কেল টু সার্চ’ সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে অনলাইনে থাকা বিভিন্ন ছবি নির্বাচন করলেই সেসব পণ্যের বিস্তারিত তথ্য সার্চ ফলাফল দেখাবে গুগল। ফলে ব্যবহারকারীরা সহজেই পছন্দের পণ্যের দাম ও বিক্রেতা প্রতিষ্ঠানের নাম জানতে পারবেন।

ব্যবহারকারীদের দ্রুত নির্দিষ্ট তথ্য খুঁজে দিতে গত জানুয়ারি মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সার্কেল টু সার্চ সুবিধা চালু করে গুগল। বর্তমানে এ সুবিধা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি নির্দিষ্ট মডেলের ফোনে ব্যবহার করা যায়। এবার কম্পিউটার ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা শুধু ক্রোম ব্রাউজারের মাধ্যমে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নাইনটুফাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য সম্প্রতি ক্রোম ব্রাউজারের দুটি পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। ‘ক্রোম ১২৭’ ও ‘ক্রোম ১২৮’ নামের সংস্করণ দুটিতে ‘ড্র্যাগ টু সার্চ’ নামের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যেখানে ক্লিক করলেই ব্রাউজারের অ্যাড্রেসবারে গুগল লেন্স আইকন দেখা যায়। আইকনটিতে ক্লিক করে সহজেই ওয়েবসাইটে থাকা বিভিন্ন ছবি নির্বাচন করা সম্ভব। ধারণা করা হচ্ছে, নতুন এ সুবিধার মাধ্যমেই কম্পিউটারে গুগলের সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: নিউজ১৮ ডটকম