সেলফি বা ভিডিও ক্যামেরা দ্রুত চালু

উৎসবে সেলফি তুলছেন এক তরুণীছবি: আশরাফুল আলম

স্মার্টফোনের ক্যামেরার আইকনে ট্যাপ করলে সাধারণত পেছনের ক্যামেরা চালু হয়। ফলে সেলফি তোলার সময় ক্যামেরার সেটিংস বারবার পরিবর্তন করতে হয়। চাইলে ক্যামেরার সেটিংস পরিবর্তন করে দ্রুত সেলফি তোলা যায়।

ক্যামেরার সেটিংস পরিবর্তনের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের হোম স্ক্রিনে থাকা ক্যামেরা আইকন কিছুক্ষণ চেপে ধরলেই ক্যামেরা অ্যাপের অতিরিক্ত মেনু দেখা যাবে। এবার সেলফি বা ভিডিও ক্যামেরার শর্টকাটের মেন্যুতে কিছুক্ষণ চাপ দিয়ে হোম স্ক্রিনের যেকোনো খালি জায়গায় সেটাকে টেনে ছেড়ে দিতে হবে। ফলে ফোনের হোম স্ক্রিনে একটি নতুন আইকন দেখা যাবে। নতুন আইকনে ট্যাপ করলে সরাসরি সেলফি ক্যামেরা চালু হবে। একইভাবে ভিডিও শর্টকাট বেছে নিলে সরাসরি ভিডিও ক্যামেরা চালু হবে।

এই পদ্ধতি শুধু সামনের বা পেছনের ক্যামেরা বা ভিডিও ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার ফোনের ক্যামেরার ধরন, অ্যান্ড্রয়েডের সংস্করণ এবং ফিচারের ওপর নির্ভর করে ম্যাক্রো বা জুম লেন্স, এমনকি সফটওয়্যার সেটিংস যেমন পোর্ট্রেট মোড বা নাইট মোডও চালু করা যাবে।