ইনস্টাগ্রামে মুছে ফেলা পোস্ট উদ্ধার

ইনস্টাগ্রামপেক্সেলস

অনেকেই মনের ভুলে ইনস্টাগ্রামে বিনিময় করা পোস্ট মুছে ফেলেন। তবে চাইলেই ইনস্টাগ্রামের ‘রিসেন্টলি ডিলিটেড’ সুবিধা কাজে লাগিয়ে ৩০ দিনের মধ্যে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনা যায়। ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করে এক বা একাধিক মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনার সুযোগ মিলে থাকে।

প্রোফাইল পেজে প্রবেশের পর ওপরের কোনায় থাকা তিনটি লাইনে ট্যাপ করে সেটিংস পেজ চালু করে Your activity সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর Recently deleted সেটিংসে ক্লিক করলেই সম্প্রতি মুছে যাওয়া পোস্টের ফোল্ডার পাওয়া যাবে। এবার যে পোস্টকে ফিরিয়ে আনতে চান, সেটি নির্বাচন করে ডান পাশের ওপরে থাকা তিন ডট আইকনে ক্লিক করে Restore অপশন নির্বাচন করতে হবে।
মুছে ফেলা পোস্ট স্থায়ীভাবে ফিরিয়ে আনার আগে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আপনার ই–মেইল বা মুঠোফোনে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) পাঠাবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এ জন্য ই–মেইল ঠিকানা বা মুঠোফোন নির্বাচন করে Next বাটন চাপতে হবে। এবার ইনস্টাগ্রাম থেকে পাঠানো ওটিপি কোডটি লিখে Confirm অপশন নির্বাচন করতে হবে।