ফেসবুকে কারা আপনার পোস্ট এড়িয়ে যাচ্ছেন জানেন কি
ফেসবুকে অনেকেই নিয়মিত ছবি, ভিডিও বা লেখা পোস্ট করেন। কিন্তু ফেসবুকে বন্ধুর সংখ্যা বেশি থাকার পরও কারও কারও পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা খুবই কম হয়। ফেসবুকে বন্ধু তালিকায় থাকা অনেকে পোস্টগুলো এড়িয়ে যাওয়ার কারণে এমনটি হয়ে থাকে। তবে চাইলেই ফেসবুকে কোন কোন ব্যক্তি আপনার পোস্টে দীর্ঘদিন লাইক ও রিঅ্যাকশন দেন না তা জানা সম্ভব।
দীর্ঘদিন লাইক ও রিঅ্যাকশন না দেওয়া ফেসবুক বন্ধুদের নাম জানার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল অপশনে প্রবেশ করতে হবে। এরপর ফ্রেন্ডস অপশনের নিচে থাকা ‘সি অল ফ্রেন্ডস’–এ ট্যাপ করলে বন্ধু তালিকায় থাকা সব ব্যক্তির নাম দেখা যাবে। এবার ওপরে থাকা ম্যানেজ অপশনে ক্লিক করে ‘লিস্ট ইন্টারঅ্যাক্টেড উইথ’–এ ক্লিক করলেই গত ৯০ দিনে যাঁরা আপনার ফেসবুক পোস্ট এড়িয়ে গেছেন, তাঁদের নামগুলো দেখা যাবে। চাইলে নামের পাশে থাকা আনফ্রেন্ড অপশনে ট্যাপ করে নির্দিষ্ট ব্যক্তিকে ফেসবুকের বন্ধু তালিকা থেকে বাদও দেওয়া যাবে।