অ্যান্ড্রয়েড ফোন ফ্যাক্টরি রিসেট করবেন যেভাবে

ফ্যাক্টরি রিসেট করে ফোনে থাকা সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা যায়ছবি: রয়টার্স

ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে যাওয়ায় বিভিন্ন ত্রুটিযুক্ত সফটওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়া যায়। অনেক সময় পুরোনো ফোন বিক্রি করার আগে ফোনে থাকা সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার জন্যও ফ্যাক্টরি রিসেট করার প্রয়োজন হয়। অ্যান্ড্রয়েড ফোন ফ্যাক্টরি রিসেট করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফ্যাক্টরি রিসেট করার জন্য প্রথমে ফোনের সেটিংসে প্রবেশ করে নিচে থাকা ‘জেনারেল ম্যানেজমেন্ট’ অপশন থেকে ‘রিসেট’ বাটনে ট্যাপ করতে হবে। চাইলে সেটিংসের সার্চ অপশনে ‘রিসেট’ লিখেও সরাসরি রিসেট অপশনে যাওয়া যাবে। এরপর ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ বাটনে ট্যাপ করলে পরের পৃষ্ঠায় যেসব তথ্য মুছে যাবে তার তালিকা ও অ্যাপের নাম দেখা যাবে। এবার নিচে থাকা রিসেট বাটনে ট্যাপ করলেই ফোনটি রিসেট হয়ে যাবে।

ফ্যাক্টরি রিসেটপ্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মিনিট সময়ের প্রয়োজন হয়। রিসেট হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ফোন রিবুট হবে। এরপর ফোনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে আবারও ফোনের সেটিংস নির্ধারণ করতে হবে। রিসেট করার আগে অবশ্যই ফোনের সব তথ্য আলাদা জায়গায় সংরক্ষণ করতে হবে।