মনের ভুলে ভুল তথ্যযুক্ত ই-মেইল পাঠান অনেকেই। কেউ আবার ভুল ঠিকানায় ই-মেইল পাঠান। ফলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জিমেইল ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পাঠানো ই-মেইল নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আনতে পারেন। তবে পাঠানো ই-মেইল ফেরত আনার জন্য জিমেইলে সাধারণত পাঁচ সেকেন্ড সময় পাওয়া যায়। সময় কম হওয়ায় অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে আনডু অপশনে ক্লিক করে ই-মেইল ফিরিয়ে আনতে পারেন না। তবে চাইলেই আনডু অপশনের সময়সীমা ৩০ সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি করা যায়।
আনডু অপশন ব্যবহারের সময়সীমা বাড়ানোর জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ইনবক্সের ওপরে থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। জিমেইলের সেটিংস অপশন চালু হলে সি অল সেটিংস ট্যাব নির্বাচন করলেই সেটিংস পেজে আনডু সেন্ড ট্যাবের পাশে সেন্ড ক্যানসেলেশন পিরিয়ড নামের একটি অপশন দেখা যাবে। অপশনটির পাশে থাকা সময় নির্ধারণী বক্সে ৩০ সেকেন্ড নির্ধারণ করে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে।