কম্পিউটারকে ওয়াই–ফাই হটস্পট বানাবেন যেভাবে

কম্পিউটারকে ওয়াই–ফাই হটস্পট বানিয়ে একাধিক যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা যায়।

কম্পিউটারে সাধারণত ওয়াই–ফাই, ব্রডব্যান্ড ও মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটারকে ওয়াই–ফাই হটস্পট বানিয়ে অন্য যন্ত্রকেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা যায়। উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারকে ওয়াই–ফাই হটস্পট বানানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।

উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারকে ওয়াই–ফাই হটস্পট বানানোর জন্য প্রথমে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর পরের পেজের নিচে স্ক্রল করে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট’ অপশনে ক্লিক করে ‘মোবাইল হটস্পট’ নির্বাচন করতে হবে। এবার ‘শেয়ার মাই ইন্টারনেট কানেকশন উইথ আদার ডিভাইসেস’ অপশনের নিচে থাকা বাটনটি চালু করলেই নিচে ‘নেটওয়ার্ক নেম ও পাসওয়ার্ড’ অপশন দেখা যাবে। অপশনটি ব্যবহার করে সহজেই অন্য যন্ত্রকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা যাবে।

উইন্ডোজ ১১

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারকে ওয়াই–ফাই হটস্পট বানানোর জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে ‘অল অ্যাপস’ নির্বাচন করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস মেনু থেকে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট’ অপশনে ক্লিক করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে মোবাইল হটস্পটের পাশে থাকা টগলটি চালু করে অ্যারো চিহ্ন নির্বাচন করলেই ‘নেটওয়ার্ক প্রোপার্টিজ’–এর নিচে ওয়াই–ফাই হটস্পট এর নাম ও পাসওয়ার্ড দেখা যাবে। এবার যে যন্ত্রকে ইন্টারনেটে যুক্ত করতে হবে, সেটির নেটওয়ার্ক অপশনে প্রবেশ করে পাসওয়ার্ড দিলেই যন্ত্রটি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এভাবে সর্বোচ্চ আটটি যন্ত্রকে কম্পিউটারের ওয়াই–ফাই হটস্পটে যুক্ত করা যাবে।