২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জুম সভায় স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

জুমরয়টার্স

অনলাইন সভা, ক্লাস বা ভিডিও কনফারেন্সে পর্দা ভাগাভাগি (স্ক্রিন শেয়ার) করে অন্যদের পাওয়ারপয়েন্ট উপস্থাপনাসহ বিভিন্ন ধরনের তথ্য দেখানোর প্রয়োজন হয়। এর ফলে যেকোনো বিষয় খুব সহজেই অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করে বোধগম্য করা যায়। অনলাইন সভার জন্য জনপ্রিয় অ্যাপ্লিকেশন জুমে ব্যবহারকারীরা নিজেদের স্ক্রিন শেয়ার করতে পারেন। এমনকি সভার আয়োজক (হোস্ট) ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের স্ক্রিন শেয়ার করতে পারেন। দেখে নেওয়া যাক কীভাবে জুমে স্ক্রিন শেয়ার করা যায়।

কম্পিউটার থেকে

কম্পিউটারের ব্রাউজার থেকে জুমের ওয়েবসাইট বা জুম অ্যাপে যেতে হবে। এরপর নির্ধারিত অনলাইন সভা, ক্লাস বা ভিডিও কনফারেন্সে যেতে হবে। স্ক্রিন শেয়ার করার জন্য জুমের ফিডের নিচের অংশে প্রদর্শিত অপশন থেকে ‘শেয়ার স্ক্রিন’–এ ক্লিক করতে হবে। একটি পপআপ বক্স দেখা যাবে। সেখানে পুরো স্ক্রিন, একটি উইন্ডো বা ব্রাউজার ট্যাব প্রদর্শনের অপশন দেখা যাবে। কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করে শেয়ার বাটনে প্রেস করলে নিজের কম্পিউটার স্ক্রিন অন্যদের দেখাতে পারবেন ব্যবহারকারী। স্ক্রিন শেয়ার বন্ধ করতে চাইলে ফিড–এ থাকা ‘স্টপ শেয়ার’–এ ক্লিক করতে হবে।

স্মার্টফোন থেকে

প্রথমে জুম অ্যাপে গিয়ে নির্ধারিত সভা বা ক্লাসে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা শেয়ার বাটন চেপে অপশন নির্বাচন করতে হবে। এখানে ‘ফটো’, ‘ডকুমেন্ট’, ‘ওয়েব ইউআরএল’, ‘স্ক্রিন’, ‘ক্যামেরা’ ইত্যাদি অপশন দেখা যাবে। অপশন নির্বাচনের পর স্টার্ট বাটন চাপতে হবে। পর্দা প্রদর্শন বন্ধ করতে চাইলে স্টপ শেয়ার বাটন চাপতে হবে।

অংশগ্রহণকারীদের স্ক্রিন শেয়ারের অনুমতি

কম্পিউটার থেকে: কম্পিউটার থেকে জুমের ওয়েবসাইটে যেতে হবে। এরপর অ্যাকাউন্টে লগইন করে সেটিংসে যেতে হবে। সেটিংসে থাকা ‘ইন মিটিং (বেসিক)’ অপশনে ক্লিক করে স্ক্রল করতে হবে। স্ক্রিন শেয়ারিং টগলটি চালু করে দিতে হবে।

স্মার্টফোন থেকে: জুম অ্যাপে গিয়ে নির্ধারিত সভা বা ক্লাসে প্রবেশ করতে হবে। স্ক্রিন শেয়ার করার জন্য নিচে থাকা অপশনগুলো থেকে তিনটি ডট মেনু বা মোর–এ ট্যাপ করতে হবে। সিকিউরিটি অপশন নির্বাচন করতে হবে। ‘অ্যালাউ অল পার্টিসিপেন্টস টু’–এর নিচে থাকা শেয়ার স্ক্রিন টগল চালু করতে হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম