হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি অপরিচিতদের দেখাতে না চাইলে

হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি লুকিয়ে রাখা যায়ছবি: রয়টাস

স্মার্টফোনে থাকা ফোন নম্বর কাজে লাগিয়ে সহজে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। স্মার্টফোনে যে নামে নম্বরটি সংরক্ষণ করা থাকে, সে নামেই অন্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখা যায়। তাই নিজেদের পরিচিতি ভালোভাবে প্রকাশ করতে প্রোফাইল ছবি ব্যবহার করেন অনেকে। তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই অপরিচিত ব্যক্তিদের সামনে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি প্রদর্শন করতে চান না। তবে হোয়াটসঅ্যাপে চাইলেই নিজের প্রোফাইল ছবি অপরিচিত ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখা যায়।

প্রোফাইল ছবি অপরিচিত ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘প্রোফাইল ফটো’ নির্বাচন করলেই ‘হু ক্যান সি মাই প্রোফাইল ফটো’-এর নিচে বিভিন্ন অপশন দেখা যাবে। ‘এভরিওয়ান’ নির্বাচন করলে যে কেউ হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে পারবেন।

‘মাই কন্টাক্টস’ নির্বাচন করলে শুধু সংরক্ষণ করা ফোন নম্বর ব্যবহারকারীরা প্রোফাইল ছবি দেখতে পারবেন। ‘মাই কন্টাক্ট এক্সসেপ্ট’ অপশন নির্বাচন করে নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রোফাইল ছবি প্রদর্শন বন্ধ করা যাবে। নো বডি অপশন নির্বাচন করলে কোনো ব্যক্তিই প্রোফাইল ছবি দেখতে পারবেন না।