ল্যাপটপে মুখের কথার বিভিন্ন কাজ করবেন যেভাবে
স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপেও ভয়েস কমান্ডের মাধ্যমে মুখের কথায় বিভিন্ন কাজ করা যায়। এ জন্য তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার ব্যবহার করারও প্রয়োজন নেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকা বিল্টইন ভয়েস অ্যাকসেস সুবিধার মাধ্যমে সহজেই মুখের কথায় ফাইল খোলা থেকে শুরু করে ই-মেইল লেখা যায়। এমনকি চাইলে কাজ শেষে ল্যাপটপ বন্ধ করারও সুযোগ মিলে থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপে ভয়েস অ্যাকসেস সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভয়েস অ্যাকসেস সুবিধা চালুর জন্য প্রথমে ল্যাপটপের কিবোর্ডে ‘উইন্ডোজ’ ও ‘এস’ বাটন একসঙ্গে চাপতে হবে৷ এরপর সার্চ বক্সে ‘ভয়েস অ্যাকসেস’ লিখতে হবে। এবার সার্চ ফলাফলে ‘ওয়েলকাম টু ভয়েস অ্যাকসেস’ বার্তার পাশাপাশি ‘ডু ইউ ওয়ান্ট টু কনটিনিউ অ্যান্ড সেট আপ ভয়েস অ্যাকসেস’ বার্তা দেখা যাবে। বার্তাটির পাশে ‘ইয়েস, কনটিনিউ’ এবং ‘নো, থ্যাংকস’ এই দুটি অপশন পাওয়া যাবে। ‘ইয়েস, কনটিনিউ’ অপশন নির্বাচন করলেই ল্যাপটপে ভয়েস অ্যাকসেস সুবিধা চালু হয়ে যাবে। এরপর ল্যাপটপের মাইক্রোফোন অপশন চালু করে মুখের কথায় বিভিন্ন কাজ করার সুযোগ মিলবে।