ইনস্টাগ্রামে নির্বাচিত ব্যক্তিদের জন্য পোস্ট শেয়ার করবেন যেভাবে
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ক্লোজ ফ্রেন্ডস’ অডিয়েন্স সুবিধা চালু হয়েছে। এর ফলে আগে শুধু ক্লোজ ফ্রেন্ডস তালিকায় থাকা ব্যক্তিদের জন্য স্টোরিজ ও নোটস শেয়ার করা গেলেও এখন আলাদা পোস্টও শেয়ার করা যায়। নির্বাচিত ব্যক্তিদের জন্য ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
নির্বাচিত ব্যক্তিদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম ফিডের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর গ্যালারি থেকে ছবি নির্বাচন করে ডান দিকের ওপরে থাকা ‘অ্যারো’ আইকনে ট্যাপ করতে হবে। ছবি সম্পাদনার প্রয়োজন হলে সম্পাদনা করে পরের পৃষ্ঠায় ক্যাপশন, স্থান বা ট্যাগের ঘরে প্রয়োজনীয় তথ্য যুক্ত করে অডিয়েন্স বাটনে ট্যাপ করতে হবে। এবার ক্লোজ ফ্রেন্ডস অপশন নির্বাচন করে নির্দিষ্ট ব্যক্তিদের নাম নির্বাচন করে ডান বাটনে ট্যাপ করে ডান বাটনে ক্লিক করতে হবে। এরপর ছবি পোস্ট করলে সেটি শুধু নির্বাচিত ব্যক্তিরা দেখতে পারবেন। ক্লোজ ফ্রেন্ডস অডিয়েন্স তালিকার মাধ্যমে পোস্ট করলে ইনস্টাগ্রাম ফিডে সেই পোস্টের পাশে সবুজ রঙের একটি আইকন দেখা যাবে।