জিমেইলে জেমিনি চ্যাটবটের কার্যক্রম বন্ধ করবেন যেভাবে

জিমেইলগুগল

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবট এখন জিমেইলসহ গুগলের বিভিন্ন সেবায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যায়। ব্যবহারকারীদের সুবিধার্থে চালু করা হলেও অনেকেই জিমেইলে জেমিনি চ্যাটবট ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে চাইলেই জিমেইলে জেমিনি চ্যাটবটের কার্যক্রম বন্ধ করা সম্ভব। জিমেইলে জেমিনির কার্যক্রম বন্ধের কৌশল দেখে নেওয়া যাক।

জিমেইলে জেমিনির কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ওয়েব ব্রাউজার থেকে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান কোনায় থাকা সেটিংস আইকনে ক্লিক করে ‘অল সেটিংস’ অপশন নির্বাচন করতে হবে। এবার জেনারেল সেকশনে মধ্যে স্ক্রল করে ‘গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার’ নামের অপশন খুঁজে বের করতে হবে। এরপর ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার সেটিংস ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করে ‘স্মার্ট ফিচার’ বন্ধ করে সেভ বাটনে ক্লিক করতে হবে।