ফেসবুক প্রোফাইল লক করবেন যেভাবে

ফেসবুকছবি: রয়টার্স

অনলাইনে নিরাপদ থাকার জন্য অনেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যক্তিগত রাখতে চান। ফেসবুক প্রোফাইল লক করা থাকলে প্রোফাইল ছবি, পোস্ট, স্টোরিসহ কোনো তথ্যই বন্ধু ছাড়া অন্য কেউ দেখতে পারেন না। তবে প্রোফাইল লক করা অবস্থায়ও অপরিচিতরা বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারেন। ফলে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠানো বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা সম্ভব। ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

প্রোফাইল লক করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ফিডের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের নিচে থাকা ‘প্রোফাইল লকিং’ ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচের দিকে থাকা ‘লক ইউর প্রোফাইল’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল লক হয়ে যাবে।