গুগল ফটোজে ছবির কোলাজ তৈরি করবেন যেভাবে

গুগল ফটোজছবি: গুগল

গুগল ফটোজ ব্যবহার করে সহজেই ছবি ও ভিডিও অনলাইনে সংরক্ষণ করা যায়। শুধু তা–ই নয়, অনলাইনে সংরক্ষণ করা একাধিক ছবি দিয়ে কোলাজ ছবি তৈরির সুযোগও মিলে থাকে। এর ফলে তৃতীয় পক্ষের তৈরি কোনো ছবি সম্পাদনার অ্যাপ ব্যবহার করা ছাড়াই গুগল ফটোজে প্রয়োজনীয় কোলাজ ছবি তৈরি করা সম্ভব। গুগল ফটোজে ছবির কোলাজ তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

ছবির কোলাজ তৈরির জন্য স্মার্টফোন থেকে গুগল ফটোজে প্রবেশ করে ফিডের ‘ফটোজ’ ট্যাব থেকে যেসব ছবির কোলাজ তৈরি করতে হবে, সেগুলো নির্বাচন করতে হবে। সর্বোচ্চ ছয়টি ছবি নির্বাচন করা যাবে। ছবি নির্বাচনের পর ‘অ্যাড টু বাটন’ ট্যাপ করার পর ‘কোলাজ’ অপশনে ক্লিক করলেই একটি কোলাজ ছবি দেখা যাবে। এবার কোলাজ ছবির লে-আউট ও ফরম্যাট নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা ‘সেভ’ বাটনে ক্লিক করলেই কোলাজ ছবিটি গুগল ফটোজ অ্যাপের ফিডে দেখা যাবে।

কম্পিউটার থেকে ছবির কোলাজ তৈরির জন্য প্রথমে এই ঠিকানায় https://photos.google.com প্রবেশ করতে হবে। এরপর ফটোজ ট্যাব থেকে সর্বোচ্চ ছয়টি নির্বাচন করে ‘প্লাস আইকন’ অপশনে ক্লিক করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘কোলাজ’ নির্বাচন করলেই ছবির কোলাজ তৈরি হয়ে যাবে।

আরও পড়ুন