টিকটকে আপনার প্রোফাইল কারা দেখেছে জানবেন কীভাবে
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। আর তাই টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশ করে তারকাও বনে গেছেন অনেকে। টিকটকে কোনো ভিডিও পছন্দ হলে অনেকেই ভিডিও নির্মাতার প্রোফাইলে ঢুঁ মারেন। চাইলেই নির্দিষ্ট কৌশল কাজে লাগিয়ে গত ৩০ দিনে কোন কোন ব্যক্তি গোপনে আপনার টিকটক প্রোফাইল দেখেছেন তা জানা সম্ভব। প্রোফাইলের তথ্য জানার জন্য বয়স ১৬ বছরের বেশি হতে হবে এবং টিকটক অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা পাঁচ হাজারের কম থাকতে হবে।
টিকটক প্রোফাইল কারা দেখেছেন তা জানার জন্য টিকটকের প্রোফাইল পেজের ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস অপশনে প্রবেশ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করতে হবে। এবার প্রাইভেসি থেকে প্রোফাইল ভিউস অপশনে ক্লিক করলেই গত ৩০ দিনে কারা টিকটক প্রোফাইল দেখেছেন তা জানা যাবে। এ ছাড়া প্রোফাইল ভিউ হিস্ট্রি টগল চালু বা বন্ধ করে সুবিধাটি যেকোনো সময় চালু বা বন্ধ করা যাবে।