ইনস্টাগ্রামের কমেন্ট বিভাগে যুক্ত হচ্ছে জরিপ সুবিধা
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। নিয়মিত ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও পোস্ট করে আয় করার পাশাপাশি তারকাও বনে গেছেন অনেকে। পোস্ট করা ছবি বা ভিডিও সম্পর্কে নিজেদের অনুসরণকারীদের মতামত জানার সুযোগ দিতে কমেন্ট বিভাগে নতুন জরিপ সুবিধা চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।
বর্তমানে ইনস্টাগ্রামের স্টোরিজ ও ডিএম (ডিরেক্ট মেসেজ) অপশনের মাধ্যমে জরিপ চালানো যায়। তবে নতুন এ সুবিধা চালু হলে নিজেদের পোস্ট করা সব ছবি ও ভিডিও সম্পর্কে অনুসরণকারীদের মতামত বা পরামর্শ নেওয়া যাবে। এমনকি চাইলে নির্দিষ্ট বিষয়ে অনুসরণকারীদের মনোভাবও জানা যাবে। ফলে জরিপের ফলাফল কাজে লাগিয়ে নতুন কনটেন্ট তৈরি করতে পারবেন নির্মাতারা।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ সুবিধা ইনস্টাগ্রামের কমেন্ট বিভাগে যুক্ত করা হবে। ফলে সহজেই পোস্ট করা ছবি বা ভিডিও সম্পর্কে নিজেদের মতামত জানাতে পারবেন অনুসরণকারীরা। কনটেন্ট নির্মাতারাও নিজেদের কনটেন্ট বিষয়ে অন্যদের মতামত জানতে পারবেন। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতা ও অনুসরণকারীদের মধ্যে যোগাযোগ বর্তমানের তুলনায় আরও বাড়বে। শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হবে।
গত মে মাসে কমেন্ট বিভাগে মন্তব্যের পাশাপাশি জিআইএফ ভিডিও দেওয়ার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। এ সুবিধা ব্যবহার করে চাইলেই গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাটের (জিআইএফ) ভিডিওর মাধ্যমে অন্যদের পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারেন ব্যবহারকারীরা।
সূত্র: ম্যাশেবল