মুখের কথায় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবেন যেভাবে

হোয়াটসঅ্যাপরয়টার্স

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও মেসেজ পাঠানোর পাশাপাশি ভয়েস স্ট্যাটাসও দেওয়া যায়। এ সুবিধা কাজে লাগিয়ে কাজে ব্যস্ত থাকলেও মুখের কথায় দ্রুত স্ট্যাটাস দেওয়া সম্ভব। এন্ড টু এন্ড এনক্রিপটেড সুবিধা থাকায় ভয়েস স্ট্যাটাসও নিরাপদে পোস্ট করা সম্ভব। হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস দেওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক—

হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অপশনে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা পেনসিল আইকনে ক্লিক করার পর মাইক্রোফোন অপশন চেপে ধরে যে বার্তা স্ট্যাটাস হিসেবে দিতে চান, তা উচ্চারণ করতে হবে। এবার সেন্ড আইকনে ট্যাপ করলেই ধারণ করা বার্তা ভয়েস স্ট্যাটাস হিসেবে আপলোড হয়ে যাবে। ভয়েস স্ট্যাটাসের সঙ্গে চাইলে লেখা বা স্টিকারও যোগ করা যাবে।

আরও পড়ুন

অনেক সময় ধারণ করা বার্তার উচ্চারণ ভালো হয় না। তবে ধারণ করা বার্তা মুছে ফেলে নতুন করে ভয়েস স্ট্যাটাস রেকর্ড করা যাবে। এ জন্য ভয়েস রেকর্ডের পাশে থাকা ডিলিট আইকনে ট্যাপ করে পুনরায় বার্তা ধারণ করতে হবে।

আরও পড়ুন