ফোন থেকে ফোনে নম্বর স্থানান্তর করবেন যেভাবে

গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে দ্রুত ফোন নম্বর স্থানান্তর করা যায়রয়টার্স

শখের বসে বা বিভিন্ন প্রয়োজনে স্মার্টফোন পরিবর্তন করেন অনেকেই। ফলে পুরোনো ফোনে থাকা টেলিফোন নম্বর নতুন ফোনে স্থানান্তর করার প্রয়োজন হয়। গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজেই পুরোনো ফোন থেকে নতুন ফোনে নম্বর স্থানান্তর করা সম্ভব। অ্যান্ড্রয়েড ফোনের নম্বর স্থানান্তরের পদ্ধতি দেখে নেওয়া যাক—

নতুন অ্যান্ড্রয়েড ফোনে নম্বর স্থানান্তরের জন্য প্রথমে পুরোনো ফোনে গুগল কন্ট্যাক্ট অ্যাপ চালু করতে হবে। এরপর অ্যাপের নিচে থাকা ফিক্স অ্যান্ড ম্যানেজ বাটনে ট্যাপ করে এক্সপোর্ট টু ফাইল অপশন নির্বাচন করার পর নিজের ই–মেইল ঠিকানা লিখতে হবে। এবার এক্সপোর্ট টু ডট ভিসিএফ ফাইল নির্বাচনের পর সেভ বাটনে ট্যাপ করে ফোনের স্টোরেজে ফাইলটি সংরক্ষণ শেষে গুগল ড্রাইভে প্রবেশ করতে হবে।

গুগল ড্রাইভে প্রবেশ করার পর নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করে আপলোড অপশন নির্বাচন করতে হবে। এরপর ফোনে সংরক্ষণ করা কন্ট্যাক্ট ডট ভিসিএফ ফাইলটি নির্বাচন করলে সেটি গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। ফাইল আপলোড হওয়ার পর নতুন ফোনে গুগলের কন্ট্যাক্ট অ্যাপ চালু করে নিচে থাকা ফিক্স অ্যান্ড ম্যানেজ বাটন ট্যাপ করার পর ইমপোর্ট ফ্রম ফাইল অপশন নির্বাচন করতে হবে। এবার আগে নির্বাচন করা ই–মেইল ঠিকানা লিখে গুগল ড্রাইভে থাকা কন্ট্যাক্ট ডট ভিসিএফ ফাইল নির্বাচন করলেই নতুন ফোনের কন্ট্যাক্ট অ্যাপে আগের ফোনের সব নম্বর যুক্ত হয়ে যাবে।