গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করবেন যেভাবে

গুগল ফটোজগুগল

অনলাইনে ছবি সংরক্ষণ ও আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম গুগল ফটোজ কাজে লাগিয়ে যেকোনো ছবি বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। শুধু তা–ই নয়, গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে যেকোনো যন্ত্র থেকে ছবিগুলো নামানোর সুযোগ থাকায় খুবই জনপ্রিয়তা পেয়েছে গুগল ফটোজ। কিন্তু অনেকেই গুগল ফটোজ থেকে অপ্রয়োজনীয় ছবি মুছে ফেলার সময় গুরুত্বপূর্ণ ছবিও মুছে ফেলেন। ফলে বেশ সমস্যায় পড়তে হয়। তবে চাইলেই গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবি উদ্ধার করা সম্ভব।

আরও পড়ুন

মুছে ফেলা ছবি উদ্ধারের জন্য প্রথমে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করে লাইব্রেরি অপশনে ট্যাপ করতে হবে। এরপর ওপরে থাকা বিন অপশনে ট্যাপ করলে পরবর্তী পৃষ্ঠায় গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবির তালিকা দেখা যাবে। এবার যে ছবি উদ্ধার করতে হবে, সেটি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপর নিচে থাকা রিস্টোর অপশন ট্যাপ করলেই ছবিটি আগের তারিখ অনুযায়ী গুগল ফটোজে পাওয়া যাবে।

উল্লেখ্য, গুগল ফটোজ থেকে মুছে ফেলা ছবি ৬০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে মুছে যায়। ফলে নির্দিষ্ট সময় পর চাইলেও মুছে ফেলা ছবি উদ্ধার করা যাবে না।

আরও পড়ুন