গুগল ম্যাপসের ইতিহাস মুছবেন যেভাবে
গুগল ম্যাপস ব্যবহার করে সহজেই গন্তব্যের দূরত্বসহ পথের নির্দেশনাসহ জানা যায়। এমনকি রাস্তায় ট্রাফিক পরিস্থিতিসহ গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। বিনা মূল্য এ সুবিধা পাওয়া গেলেও সার্চ করা তথ্যসহ ব্যবহারকারীদের গন্তব্যের সব তথ্য সংরক্ষণ করে থাকে গুগল ম্যাপস। তবে চাইলেই গুগল ম্যাপসের সংরক্ষণ করা তথ্যগুলো মুছে ফেলা যায়। গুগল ম্যাপসের সংগ্রহ করা তথ্য মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক—
স্মার্টফোন থেকে
সংগ্রহ করা তথ্য মুছে ফেলার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ম্যাপসে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরবর্তী পেজে থাকা সেটিংস অপশন নির্বাচনের পর নিচে স্ক্রল করে ম্যাপস হিস্ট্রিতে ট্যাপ করতে হবে। এবার ডিলিট বাটনে ট্যাপ করে নির্দিষ্ট দিনক্ষণ নির্বাচন করলেই ম্যাপসে থাকা ইতিহাস মুছে যাবে। স্বয়ংক্রিয়ভাবে ম্যাপসের ইতিহাস মুছে ফেলার জন্য অটো ডিলিট অপশনে ট্যাপ করে সময় নির্ধারণ করার পর টগল চালু করতে হবে।
কম্পিউটার থেকে
কম্পিউটার থেকে সংগ্রহ করা তথ্য মুছে ফেলার জন্য গুগল ম্যাপসের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বাঁ দিকের ওপরে থাকা তিনটি রেখা আইকনে ক্লিক করে নিচে থাকা ম্যাপস অ্যাকটিভিটি অপশন নির্বাচন করতে হবে। এবার ডিলিট বাটনে ক্লিক করে নির্দিষ্ট সময়ে নির্বাচন করলেই ম্যাপসে থাকা তথ্য মুছে যাবে। স্বয়ংক্রিয়ভাবে ম্যাপসের ইতিহাস মুছে ফেলার জন্য অটো ডিলিট অপশনে ট্যাপ করে সময় নির্ধারণ করার পর টগল চালু করতে হবে।